
কুমিল্লা নগরীর সদর হসপিটাল সংলগ্ন তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর কুমিল্লা শাখা অফিসে নাশিদ কাওয়ালী আড্ডা অনুষ্ঠিত হয়।
গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে মুহাম্মদ সালেহ ইব্রাহীমের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হুমায়ুন কবির পাহারপুড়ী, বিশেষ অতিথি জামিল আশরাফ,শায়েখ মামুন মোস্তফী, আঃ সালাম শরফতী,আবু জাফর সালেহ, হাঃ সাইফুল ইসলাম, বিডি ক্লিনের কুমিল্লা জোনের সম্বনয়ক মোসলেহ উদ্দিন মোল্লা, হাঃ ইসমাইল, ডাঃ সাইফুল ইসলাম, মুফতি আকরাম,আব্দুল্লাহ আল মামুন, ডাঃ হাফিজুর রহমান মুফতি জিয়া উদ্দিন
হাঃ মাহবুবুর রহমান।
এ সময় সংগীত পরিবেশনায় তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর শিল্পী সৈয়দ আল হাসান, সাকিব আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল কামাল, যোবায়ের আশরাফী, মাহদী সাদী, বুরহান উদ্দিন রাহিম মোঃ নাসিফ, জাবের আব্দুল্লাহ, মোঃ এনায়েত
মোঃ নাজমুল তাছাড়া অতিথি শিল্পীওমর ফারুক আফজাল এবং বিশেষ আকর্ষণ শিশু শিল্পী শাহরিয়ার আব্দুল্লাহ।
আড্ডাটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।