ওয়াহেদপুর ২৮তম মটর সাইকেল ও ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা ২০২৪ অনুষ্ঠিত

ওয়াহেদপুর ২৮তম মটর সাইকেল ও ফ্রিজকাপ

  1. ফুটবল টুর্নামেন্টের

শনিবার (২৮সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) বিকেলে ওয়াহেদপুর ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে

ষষ্ঠ খেলা খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন,মোঃ হারুনুর রশিদ।

 

সরাসরি লড়াই করে

কামারচর ফুটবল একাদশ

বনাম পুটিয়াপাড়া ফুটবল একাদশ।

 

উক্ত খেলার পুরষ্কার সৌজন্যদাতা হলেন

ট্রাস্ট কর্নার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক

জনাব মোঃ শাহেদ ভূইয়া নাছির,

 

খেলা উদ্ভোধন করেন কুমিল্লা নাভানা হসপিটাল এর উপ ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার,

শুভেচ্ছান্তে, ওয়াহেদপুর মাঠ ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ বিল্লাল মিশুরী ও সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন।

 

খেলা উদ্ভোধনের সময় ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে ভালো রাখে।

মাদক ছেড়ে খেলাধুলায় আহবান করে এ খেলার আয়োজন করায় আয়োজন কমিটিকে ধন্যবাদ জানান। একজন মানুষ যতক্ষন খেলাধুলায় মগ্ন থাকবে, ততক্ষন খারাপ কাজ থেকে সে বিরত থাকবে।খেলার মাধ্যমে নিজেকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা যায়। খেলা মনকে প্রফুল্ল রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনবল বৃদ্ধি করে। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার গুরুত্ব অনেক।

 

এ বিষয়ে ওয়াহেদপুর মাঠ ও টুর্নামেন্ট কমিটির সভাপতি

মোঃ বিল্লাল মিশুরী ও সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন জানান, খেলা দেখতে অনেক মানুষের সমাগম। পাশাপাশি আইন শৃঙ্খলার কোন অবনতি ঘটেনি। আমরা সকলের সহযোগিতায় সুন্দর ভাবে খেলা

পরিচালনা করছি। পূর্বের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনায় বিপুল দর্শক খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *