
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, তারা ১০২ টন সোনা ফিরিয়ে এনে দেশেই মজুত করেছে। লন্ডনে অবস্থিত ব্যাংক অব ইংল্যান্ডে এই সোনা রাখা ছিল। বিদেশ থেকে সোনার মজুত ফিরিয়ে আনার যে প্রক্রিয়া ভারতের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে, তারই অংশ হিসেবে সর্বশেষ এই বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে এনে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার মজুতসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর শেষে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৫ টনে, যার অর্ধেকের বেশি অর্থাৎ ৫১০ দশমিক ৫০ টন দেশের অভ্যন্তরে রাখা হয়েছে। ইকোনমিক টাইমস জানিয়েছে, বিদেশে স্বর্ণ মজুত রাখার ঝুঁকি এড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে, এই তথ্য তা প্রতিফলিত করছে।
ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনার মজুত নিরাপদ করতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সব মিলিয়ে ২১৪ টন সোনা দেশে ফিরিয়ে এনেছে। সরকারের অনেক কর্মকর্তা মনে করেন, অনিশ্চিত সময়ে স্বর্ণের মজুত বিদেশে রাখার চেয়ে বরং দেশে সুরক্ষিতভাবে রাখা অনেক বেশি নিরাপদ।
তবে স্বর্ণের মজুত ভারতে ফিরিয়ে আনার এই প্রক্রিয়া চালানো হয়েছে অনেক গোপনে। এ লক্ষ্যে গোপন মিশন পরিচালনা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ ফ্লাইট ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল এ উপলক্ষে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ও ভারত সরকারের কর্মকর্তারা দিনরাত কাজ করেছেন, সোনা ফিরিয়ে আনার তথ্য যাতে প্রকাশ না হয়ে পড়ে।
এ ধরনের শিপমেন্টে যেসব কর আরোপ করা হয়, তা প্রত্যাহার করা হয়েছিল। এর ফলে স্বর্ণ ফিরিয়ে আনার প্রক্রিয়া ছিল মসৃণ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত সরকার ভবিষ্যতে আরও স্বর্ণের মজুত ফিরিয়ে আনতে পারে। তবে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে চলতি বছরে বড় পরিমাণ স্বর্ণ ফিরিয়ে আনা হবে, এমন পরিকল্পনা আপাতত নেই।