
এইচ.এম.তামীম আহাম্মেদ।।
মাদকের বিরুদ্ধে সচেতন হই,বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন এ স্লোগানকে সামনে রেখে জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ফেনুয়া গ্রামের পরিচিত মানবিক ও সামাজিক সংগঠন ফেনুয়া যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার ( ১৩ এপ্রিল) সন্ধ্যায় যুবকদের আয়োজনে সভাপতিত্ব করেন; আবুল হাসেম সর্দার। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ; নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ ফারুক। এ সময় সংগঠনটির সকল সদস্য সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ; মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা সবাই মাদককে না বলি এবং মাদককে প্রতিহত করি। খেলাধুলা-সাহিত্য চর্চাই পারে আমাদের মাদক থেকে দূরে রাখতে। সুতরাং, মানবিক কাজ ও খেলাধুলার বিকল্প নেই।
বক্তব্যে নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ ফারুক বলেন; আপনারা শুধু আমাদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার পরিচয় গোপন রেখে আইনি প্রক্রিয়া চালাবো ইনশাআল্লাহ। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখনই যদি এ সমাজকে বাঁধাগ্রস্ত করতে না পারি ভবিষ্যত প্রজন্ম খুব ভয়াবহ দিকে ঝুকবে৷ তাই আমাদের সহায়তা করুন, মাদক থেকে এ সমাজকে রক্ষা করুন।