বহিরাগতদের কমিটিতে বহাল ব্যবসায়ীদের দু গ্রুপের বিতর্কে হয়নি কালীর বাজার কমিটি। 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী  কালীর বাজারে দীর্ঘদিন নেই বাজার কমিটি৷  বাড়ছে চুরি, ছিনতাই, যানজট, বিশৃঙ্খলা  ও চাদাবাজী, মাদক কারবারী।  বাজারকে সু-শৃঙ্খল করতে দ্রুত কমিটি  প্রয়োজন বলে দাবী ব্যবসায়ীদের।

সে লক্ষ্যেই গত ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় কামরুজ্জামান সুমনের সঞ্চালনায়
কালীর বাজারের প্রবীণ বিএনপি নেতা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসাইন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

প্রায় ২ ঘন্টা ব্যবসায়ীরা বাজারকে সুশৃঙ্খলা রাখতে বিভিন্ন বিষয়ের আলোচনা শেষে একটি শক্তিশালী  কমিটি করার সিদ্ধান্তে উপনীত হন।  তাৎক্ষণিক সকলের উপস্থিতিতে ১১ জন প্রবীণ ব্যবসায়ীকে কমিটিতে স্থায়ী এবং পূর্বের ১৪ জনের খসরা মিলিয়ে মোট ২৫  সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন প্রবীণ বিএনপির নেতা মোঃ তাজুল ইসলাম।

পূর্বের খসরার ১৪ জনের নাম ঘোষণা করতেই শুরু  হয় উত্তেজনা। ব্যবসায়ীদের মধ্যে  উত্তেজনা ছড়িয়ে পড়ে।  বিভক্ত হয় দু-টি গ্রুপে৷  একটি গ্রুপ চায় এ কমিটি বহাল থাকুক- অপরটির দাবী ব্যবসায়ী ব্যাতীত কাওকে রাখা যাবে না।  জানা গেছে ; পূর্বের ১৪ জনের খসরার কমিটিতে ব্যবসায়ী ছাড়াও কয়েকজনকে রাখা হয়েছে। এতেই বাজে বিপত্তি। ভেঙ্গে যায় এ  কমিটি৷ উল্লেখ্য; দুটি পক্ষ ই বিএনপির নেতৃবৃন্দ।

ব্যবসায়ীরা চায় ; ভিটা মালিক ও ব্যবসার সাথে জড়িতদের নিয়ে  একটি সুন্দর বাজার কমিটি হোক। বাহিরাগতরা কমিটিতে না আসুক কারণ ব্যবসায়ী ব্যাতীত কেহ আসলে তাদের মর্ম, চাহিদা বুঝবে না বলে দাবী করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *