
এইচ.এম.তামীম আহাম্মেদ।৷
ওয়েলকেয়ার গ্রুপ নিবেদিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ঢাকা জেলা ভিত্তিক অডিশনে আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর হাফেজ মোঃ রবিউল ইসলামের পরিচালিত মাদরাসাতুন নূর আল ইসলামী ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন।
১৭ সেপ্টেম্বর বুধবার রাজধানীর বনশ্রীতে অবস্থিত মাদরাসা মারকাজুল মুমিনীনের হল রুমে উক্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়৷ এতে অসংখ্য মাদরাসার শত শত প্রতিযোগী অংশ গ্রহণ করেন।সকল প্রতিযোগিকে পেছনে ফেলে মাদরাসাতুন নূর আল ইসলামী’র ২ জন কৃতি শিক্ষার্থী গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। যাদের মধ্যে একজন জেলা সেরা (প্রথম স্থান) হওয়ার গৌরব অর্জন করেছেন- তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের বুধনাগ গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে মোঃ জাবির হোসেন।
মাদরাসাতুর নুর আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালাক মোঃ রবিউল ইসলাম বলেন; অসাধারণ অর্জন আমাদের মাদরাসার মানসম্মত শিক্ষাব্যবস্থা, সম্মানিত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং কোমলমতি শিক্ষার্থীদের একনিষ্ঠ চেষ্টারই প্রতিফলন। আমরা মহান আল্লাহ্ তা’আলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং এই সাফল্যের জন্য আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
দেশবাসীর কাছে আমাদের শিক্ষার্থীদের জন্য আন্তরিক দু’আ কামনা করছি, যেন তারা জাতীয় পর্যায়েও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে এবং কুরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে পারে। আমাদের লক্ষ্য; শুধু হাফেজ নয়, একজন আদর্শ ও আলোকিত মানুষ গড়া