
বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলার বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি মাদ্রাসা’র নির্মানাধীন ভবনের কাজ চলমান। এ নিয়ে কালীর বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ওলামায়ে কেরাম ভিন্ন মত প্রকাশ করছেন। আশংকা করছেন – ফেৎতা ছড়িয়ে পড়তে পারে এ প্রতিষ্ঠানের মাধ্যমে।
এ মাদ্রাসা ভবন নিয়ে মাদ্রাসা কমিটির সাথে কালীর বাজারের ওলামায়ে কেরাম কয়েকধাপে ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বৈঠকে বসে ৷ প্রথম বৈঠকে ওলামায়ে কেরাম রাজাবাগ শরীফের কিছু নমুনা পেয়ে তাদের অবগত করলে তাঁরা রাজারবাগের নয় বলে অস্বীকার করে। অতঃপর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা মুফীদ্বুর রহমানের সাথে গত ৬ জুলাই রবিবার বৈঠকের সিদ্ধান্ত হলে- এ তারিখে উপস্থিত না হয়ে বাহাছের ডাক দেন তিনি।
বাহাছের কারণ জানতে চাইলে মাওলানা মুফীদ্বুর রহমান বলেন ; এই প্রতিষ্ঠান রাজারবাগের নয় রাজারবাগ এ প্রতিষ্ঠান করে না বরং এ প্রতিষ্ঠান আমার নিজের জায়গায় নিজস্ব অর্থ ব্যয়ে সূচনা করেছি পরে কালেকশনের ব্যবস্থা করি ইত্যাদি কথা বারবার অনলাইনে লোক মারফত এবং সরাসরি মোবাইলে ও মুখে বলার পরেও আমার মাদ্রাসাকে রাজারবাগ দরবারের সাথে জড়িয়ে আমার কিছু মিথ্যা তথ্যযুক্ত গোজামিল সম্মিলিত একটি পুস্তিকার জবাব দিতে বলা হয়।
উক্ত পুস্তিকার সকল প্রশ্নের জবাব আমার কাছে উপস্থিত না থাকার কারণে আমি রাজারবাগ দরবার শরীফের কাছে শরণাপন্ন হতে বাধ্য হলে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে উক্ত পুস্তিকার মধ্যে লিখিত বিষয়গুলিকে বানোয়াট ও গোজামিল বলে উড়িয়ে দেয় এবং বাহাসের আহ্বান জানায়।
ওলামায়ে কেরাম বলছেন ; রাজার বাগের সাথে এ প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কারণ মুফীদ্বুর রহমান বর্তমানে রাজারবাগ দরবার শরীফে কর্মরত আছেন। তাছাড়াও – রাজার বাগের গবেষণা কেন্দ্রের নাম – মুহাম্মাদিয়া জামিয়া শরীফ আর এ প্রতিষ্ঠানের নামও মুহাম্মাদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা নামে করা হয়েছে। যদি সম্পৃক্ততা না থাকতো তাহলে সে এসে ওলামায়ে কেরামদের সাথে কথা বলত বাহাছের ডাক দিতো না । ২৭ শর্ত বিশিষ্ট বাহাছ নয় এটি একটি বাহানা। আমাদের সমস্যা সে ব্যাক্তির সাথে নয় । রাজারবাগের সাথে কারণ রাজারবাগ একটি ভন্ড ফিৎনা আকিদা লালন করে এবং এ মুসলিম উম্মাহের জন্য বিষফোড়া।
তথ্য বলছে; ইতি মধ্যে কালীর বাজার বাজার ইউনিয়নের সকল গড়নার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। ভন্ডামী কুফরী ও শিরকী এমন কোন কাজ করতে দেয়া হবে না” ইনশাআল্লাহ”এ সকল ভন্ড মতবাদের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়েছে “কুফর ও শিরক প্রতিরোধ কমিটি-