কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটসের উদ্যোগে বানবাসীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

এইচ.এম.তামীম আহাম্মেদ।।

কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত প্রায় কয়েক’শ গ্রাম। অসহায়ত্বের জীবন যাবপ করছে প্রায় কয়েক হাজার মানুষ। চিকিৎসা সেবা না পেয়ে মরিয়া হয়ে পড়েছিল ব্যনায়কবলিত সাধারণ জনতা।

২৯ আগস্ট বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী পল্লী বিদ্যুৎ আফিস সংলগ্ন এলাকায় অর্থ সহস্র পানিবন্দি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও মেডেসিন প্রদান করেন ডিএমএফ ডিগ্রীধারী চিকিৎসকরা।

এ সময় ডিএমএফ চিকিৎসক মোঃ ইফতেখার আলম সবুজ বলেন ; আমরা আজ প্রায় ৫০০ রোগীদের সেবা প্রদান করেছি – এখানে সবচেয়ে বেশী চুলকানীর রোগী, সর্দি ঠান্ডা কাশি জ্বর তো আছেই। তাছড়াও আমাদের মেডিকেল টিমকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এমবিবিএা ডা.আবদুল্লাহ আল নোমান স্যার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *