
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার আর্দশ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের কালীর বাজারে নানা আজুহাতে দেখিয়ে চলছে কোটবাড়ি, টমছমব্রীজ রোডের সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজী। চালকরা বলছেন ; ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর মনে করেছিলাম পরিবর্তন আসবে কিন্তু পরিবর্তনের মানে যে হাত বদল তা জানতাম না।
চাঁদা আদায়কারীদের মধ্যে একজন বলেন; এ স্ট্যান্ডে ২ শ সিএনজি রয়েছে আমরা ১০ টাকা করে চাঁদা তুলি। দৈনিক চাঁদা উঠে ২ হাজার টাকা। স্ট্যান্ডের একটি ঘর ও জায়গার ভাড়া সহ দৈনিক খরচ ১৫ শ টাকা। বাকী ৫০০ টাকা আমরা জমা রাখি বিপদগ্রস্থ ড্রাইভারদের পাশে দাড়াতে।
৩৮ বছরের পুরনো একজন সিএনজি চালাক জানান; ১০ টাকার চাঁদা তুলার কথা বললেও ২০ টাকা করেই তুলা হয়। এ স্ট্যান্ডে ২শ সিএনজির নয় বরং আরও বেশী সিএনজির চাঁদা উঠে। তাদের কথা অনুযায়ী ধরে নিলাম ১০ টাকা করেই তুলে। তাহলে মাস শেষে ৬০ হাজার টাকা চাঁদা উঠার কথা- তাদের হিসাব অনুযায়ী খরচ ৩০ থেকে ৩৫ হাজার টাকা বাকী ২৫ হাজার টাকা কোথায় যায়? এ পর্যন্ত কোন ড্রাইভারের বিপদে দাড়িয়েছে কেহ!
কালীর বাজারের একজন সচেতন নাগরিক বলেন ; সিএনজি স্ট্যান্ডের জিবি নামক এই চাঁদাবাজী কারা করছে তাদের মুখোশ উন্মোচন চাই।ড্রাইভারদের ঘাম জরানো টাকা খাওয়ার জন্য ২০২৪ সালে এতগুলো জীবন দেয় নাই আর আমরা ও এগুলো দেখার জন্য জীবন বাজী রেখে রাজপথে আন্দোলন করি নাই।তদন্ত সাপেক্ষে চাঁদাবাজদের মুখোশ উন্মোচন হউক।