বরুড়ায় বাঁচতে চায় সাংবাদিক সাকিব আল হেলাল

এইচ.এম.তামীম আহাম্মেদ :-
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের সাংবাদিক সাকিব আল হেলাল (৩৬) দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাকিব আল হেলাল অসুস্থ হয়ে যাওয়ায় তার পরিবারটি অসহায় ভাবে দিনযাপন করছেন, নিজেদের জমিজমা বিক্রি করে সাকিব আল হেলালের চিকিৎসা করিয়েছেন তার মা, তার দুই বোনের মধ্যে এক বোন বিবাহিত আরেকটি ছোট বোন কলেজে পড়ে।

সন্তানের চিৎকার আহাজারিতে মায়ের দুই চোখের পাতা এক হয়না রাতে, নামাজরত অবস্থায় স্রষ্টার কাছে সন্তানের জীবন ভিক্ষা চান দুখিনী মা! গত কয়েকদিন সাকিব আল হেলাল এর শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার বলেছেন যত দ্রুত কিডনি ট্রান্সপার করতে পারলে বেঁচে যাবে সাকিব, বৃদ্ধ মা সাকিব হেলাল কে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে সম্মতি দিয়েছেন এখন অর্থের ব্যবস্থা হলেই সাকিবের মায়ের একটি কিডনি প্রতিস্থাপন হবে সাকিব আল হেলাল এর শরীরে।

এই দেশের মানবিক মানুষের যে কোন দুর্যোগে মানবতার পরিচয় দিয়ে পৃথিবীর কাছে রেখেছেন মানবতার স্বাক্ষর, আশা করছি সেইসব মানবিক মানুষেরা সাকিবের পাশে দাঁড়িয়ে তাকে বাঁচাতে সহযোগিতা করবেন।

সাকিব আল হেলাল এর ব্যক্তিগত বিকাশ নাম্বার: 01710104386

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *