
বিশেষ প্রতিনিধি ।
কুফর ও শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহাম্মদের সভাপতিত্বে ১৩ সদস্যের স্বাক্ষরিত কালীর বাজার ইউপি চেয়ারম্যান বরাবর স্মারকলিপিতে বলা হয় আমরা ১নং কালির বাজার ইউনিয়ন, আদর্শ সদর, কুমিল্লার ধর্মপ্রাণ ও শান্তিকামী মুসলিম নাগরিক গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি আমাদের এলাকায় একদল লোক “রাজারবাগী মতবাদ অনুসরণকারী হিসেবে পরিচিত। তাদের পক্ষ থেকে কালির বাজার হতে ০১ কিলোমিটার উত্তরে কালির বাজার-কমলাপুর সড়কের পশ্চিম পাশে বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন “মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও এতিমখানা” নামে একটি মাদরাসা ও এতিমখানা নির্মানাধীন। আমাদের এলাকা সকল সাধারণ মুসলমান, ওলামায়ে কেরাম এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলধারার আকিদা ও শিক্ষার আলোকে পরিচালিত হয়ে আসছে। এখানকার ধর্মীয় পরিবেশ পারিপূর্ণ, সহনশীল ও প্রজন্ম গঠণে সহায়ক। কিন্তু উক্ত রাজারবাগী গোষ্ঠী ইসলামের নামে এমন কিছু আকিদা ও ধর্ম প্রচার করে যা ইসলামী শরীয়তের মূলধারার পরিপন্থী এবং সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর আশংকা তৈরী করে। তাদের কর্মকান্ড অতীতে দেশের বিভিন্ন স্থানে দ্বন্দ্ব বিভ্রান্তি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে।এ ধরনের একটি মতাদর্শ যদি আমাদের এলাকায় প্রতিষ্ঠানিকভাবে বিস্তার লাভ করে। তাহলে সমাজে গোমরাহী বিভক্তি এবং অশান্তির আশংকা অত্যন্ত প্রকট হয়ে উঠবে। বিগত সময়ে আমরা বিভিন্নভাবে সমাধানের লক্ষ্যে বলার চেষ্টা করি। এতে তারা কর্ণপাত করেনি। অতএব, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে অনুরোধ করছি যে, রাজারবাগী মতাদর্শের ভিত্তিতে গঠিত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আমাদের এলাকায় ধর্মীয় শান্তি ও সামাজিক শৃংখলা বজায় থাকে।বিশেষ প্রতিনিধি ।