ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও মেরামত করছেন যুবকেরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌব্বাস, দেউষ, সাজঘর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছায় সংস্কার করেছেন স্থানীয় তরুণ-যুবকেরা। ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় যুবক ও তরুণেরা নিজ নিজ এলাকায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেন।
এরপর গত শনিবার সকাল থেকে এই এলাকাগুলোর ছাত্র, যুবক ও গ্রামবাসী বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন।
চৌব্বাস গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবী সাফায়েত হোসেন বাবু ও মোঃ হৃদয় সরকার বলেন, বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে বেহাল অবস্থা হয়ে যায়। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *